রিয়াজ উদ্দিন:
পর্যটন নগরী কক্সবাজার জেলায় জেলা প্রশাসনের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে রোমেন শর্মা (১৭৭১০) কে কক্সবাজার নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোমেন শর্মা সহ ৫ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়া রোমেন শর্মা কুমিল্লা আদর্শ সদর উপজেলার সদ্য বিদায়ী ইউএনও। গত ৯ ডিসেম্বর তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ইউএনও এর দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। রোমেন শর্মা এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।