আজ ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে সমাজসেবা দিবসে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:

নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যে সমাজসেবা অধিদপ্তর এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। গত এ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে সৈকতে অনুষ্ঠিত হয় ওয়াকাথন।

তারুণ্যের উৎসবেরব ধারাবাহিক কর্মসূচিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ, প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, শিশু একাডেমি কর্মকর্তা ছড়াকার আহসানুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য হারুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর