রাঙ্গুনিয়া প্রতিনিধি
কয়েকদিন আগে ওমরার উদ্দ্যেশ্যে ঘর থেকে বের হন শিক্ষক নুর আহমদ(৫০)। পথের মধ্যে হঠাৎ অসুস্থ হলে তাকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার( ১৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিক্ষক নুর আহমদ রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড নেজামশাহ পাড়ার মরহুম আলহাজ্ব আবুল বশরের ৩য় পুত্র সন্তান ও উপজেলা উত্তর গাউসিয়া কমিটির যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ সওদাগরের বড়ভাই। নুর আহমদ ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন। গত বছর তিনি স্কুল থেকে অবসরে যান।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শিক্ষক নুর আহমদ এর মৃত্যুতে উপজেলা উত্তর ও ইউনিয়ন গাউসিয়া কমিটি, ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরিচালন কমিটি, সাবেক ছাত্র পরিষদ সহ নানান সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।