আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চন্দনাইশে র‌্যালি ও আলোচনা সভা


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে চন্দনাইশে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

এ-উপলক্ষ্যে রবিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. সালেহ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন পোদ্দার, তথ্য কর্মকর্তা শাপলা খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এসময় অতিথিরা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর দিবস এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। পরে এ বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর