রাকিব ইদ্রিস :
২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা দক্ষিণখান থানার আওতাধীন ফায়দাবাদ এলাকায় শুরু হয় ড্রেনেজ খননের কাজ,আজ এক বছর দুই মাস হয়ে গেল এখনো শেষ হয়নি রাস্তা মেরামত।
এ যেন এক মৃত্যুফাদ রাতের আঁধারে চলতে গিয়ে হতে হয় বিভিন্ন দুর্ঘটনার শিকার।
স্থানীয়রা জানান, গত বছর সেপ্টেম্বর থেকে তাদের চলাচল বড়ই দুষ্কর হয়ে পরেছে,প্রাইভেটকার তো দূরের কথা বাইক নিয়ে পর্যন্ত চলাচল করা যায়না। এভাবে খনণ করে রাখার কারণে পানি জমে জন্ম নিচ্ছে বিভিন্ন ভাইরাস ও গড়ে উঠছে ডেঙ্গুর কারখানা।
শুধু দক্ষিনখান থানাই নয় এভাবে ড্রেনেজ খনন করে দিনের পর দিন রেখে দিয়েছে ঢাকা উত্তরখানের বিভিন্ন এলাকাতেও। তারা আরো জানান দেড় মাস পর পর রোড নির্মাণের দায়িত্বশীলরা এসে ইট বালি ফেলে রোড রোলার দিয়ে সমান করে চলে যায়,কিন্তু রাস্তা মেরামতের কোন লক্ষণ তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না।
এভাবে মানুষের জীবনযাপন করা বড়ই বেমানান হয়ে দাঁড়িয়েছে বলে জানান তারা।
দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রুত রাস্তা ঠিক করার অনুরোধ জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ঢাকা দক্ষিনখান ও উত্তরখান থানার বাসিন্দারা।
Leave a Reply