চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ ভাতুয়ার পাড়া এলাকায় রান্নাঘরের চুলার আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি) এর পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ ভাতুয়ার পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িতে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন, লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি)'র নেতৃবৃন্দ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা এলডিপি সহ-সভাপতি জসিম উদ্দিন সিকদার, চন্দনাইশ উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, সাবেক কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম, কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি আহামদুর রহমান বানু, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, এলডিপি নেতা আবু ছৈয়দ, কামাল উদ্দিন, আলী, শাহাজাহান, মাহমুদুল রহমান বাছা, সাইফুল ইসলাম, মফিজুর রহমান প্রমুখসহ কাঞ্চনাবাদ ইউনিয়নের ১নং থেকে ৯নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।