আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এমপি বদি’র ক্যাশিয়ার খ্যাত জাফর চেয়ারম্যান গ্রেফতার


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাসিন্দা, ইয়াবা কারবারে বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার খ্যাত জাফর আহমদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার জাফর আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান।শুক্রবার (১ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আল আমিন।তিনি বলেন, জাফর আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তিনি টেকনাফ উপজেলার চেয়ারম্যান ছিলেন। এছাড়া বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার হিসেবেও পরিচিত ছিলেন।

এর আগে গত ২০ আগস্ট চট্টগ্রামে অভিযান চালিয়ে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেন র‍্যাব।তাকে প্রথমে কক্সবাজার জেলা কারাগারে রাখা হলেও দুদকের মামলায় চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর