আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এমইউজে খুলনার নির্বাচন ২২ ডিসেম্বর


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ( এমইউজে) খুলনার নির্বাচন ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন(এমইউজে) ৬ টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন।নির্বাচনী তফসিল অনুযায়ী সন্ধ্যায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা কমিটি।এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৯ টি পদ থেকে প্রার্থিরা প্রত্যাহার করায় ১৩ জন প্রার্থী চুড়ান্ত হয়। তবে সহ সভাপতি পদে একমাত্র প্রার্থী দৈনিক প্রবাহের চীফ রির্পোটার মুহাম্মদ নুরুজ্জামান বিনা প্রতিদ্ধন্ধীতায় নির্বাচিত হন।যে সব পদে প্রার্থীরা প্রতিদ্ধন্ধীতা করছেন তারা হলেন, সভাপতি পদে দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো: রাশেদুল ইসলাম ও বাংলা ভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান এ এইচ এম শামিমুজ্জামান,সহ সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের খুলনা ব্যুরো প্রধান মাকসুদ আলী ও দৈনিক সময়ের খবরের সিনিয়র রির্পোটার মো: আশরাফুল ইসলাম নুর,কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রবাহের সিনিয়র রির্পোটার খলিলুর রহমান সুমন ও এস এ টিভির খুলনা ব্যুরো প্রধান মো: রকিবুল ইসলাম মতি,নির্বাহী সদস্য পদে দৈনিক নয়া দিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো: এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত ও দৈনিক আমার দেশের ফটো সাংবাদিক মো: সেলিম গাজী।এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন একই ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেস এর খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অপর দুজন সদস্য হলেন,ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ এর ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী রবিবার( ২২ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১ পর্যন্ত খুলনা প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। একই স্থানে শনিবার ২১ ডিসেম্বর শনিবার বেলা ১১ টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য সর্বশেষ ২০০৯ সালের ১২ ডিসেম্বর এমইউজের খুলনার নির্বাচন অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর