আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া’র আয়োজনে ঝরেপড়া ১০০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার(১৭ জানুয়ারি ) পটিয়া প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এপেক্স ক্লাব অব পটিয়া’র প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম এর সভাপতিত্বে সেক্রেটারি অ্যান্ড ডিএনএই এপে. মোরশেদুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জাতীয় সেবা পরিচালক এপে. মো.নুরুল আমিন চৌধুরী আরমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরুষ্কার প্রাপ্ত নাট্যকার মিলন কান্তি দে, জেলা গভর্নর ৩ (ইলেক) এপে.সৈয়দ মিয়া হাসান, ন্যাশনাল কনভেনশন কমিটির চেয়ারম্যান এপে. মো. লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি এপে.মো.মোজাম্মেল হক, ব্যবসায়ী নুরুল আলম সওদাগর, এপেক্স ক্লাব অব পটিয়া’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জসিম উদ্দিন, ট্রেজারার এপে. মোরশেদুর রেজা, সেবা পরিচালক এপে :আবদুল্লাহ ফারুক রবি, এপে.আবদুল মোমেন, এস এম আবু হেনা, এপে. নাঈম আলমদার এপে. নাফিজ করিম চৌধুরী, এপে. মো.রুবেল প্রমুখ।
এতে প্রধান অতিথি জাতীয় সেবা পরিচালক মো.নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, মানবিক দায়িত্ব নিয়ে এপেক্স বাংলাদেশ সারাদেশে কাজ করে যাচ্ছে যা অনেক প্রশংসনীয়। তিনি পটিয়া ক্লাবের মানবিক কাজের প্রশংসা করেন এবং আগামীতে সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকার অংঙ্গীকার করেন। পরে শিশুদের মাঝে শীতবস্ত্র ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply