নিজস্ব প্রতিবেদক
এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৫ সালের প্রথম বোর্ড মিটিং গত ৪ জানুয়ারি সমাপ্তি হয়েছে। এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা -৩ এর গর্ভণর সৈয়দ মিয়া হাসান, ন্যাশনাল কনভেনশন কমিটির চেয়ারম্যান ও পটিয়া ক্লাবের আইপিপি এন্ড স্পেনশান ডাইরেক্টর এপে: লিয়াকত আলী, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: আরিফ খান, সেক্রেটারি এন্ড ডিএনএ এপে: মোরশেদুল আলম,ট্রেজারার এপে: মোরশেদ রেজা, সার্ভিস ডাইরেক্টর এপে: আবদুল্লাহ ফারুক রবি, পাবলিক স্পিকিং ডাইরেক্টর এপে:কায়সারুল আলম,ফেলোশিপ ডাইরেক্টর এপে: আবদুর রহিম,মেম্বারশিপ এটেনডেস ডাইরেক্টর এপে: আরাফাতুন নুর,সার্জেন এন্ড আমর্স এপে: আবদুল মোমেন প্রমুখ।
সভায় সকলের সম্মতিক্রমে প্রতি মাসে ক্লাবের মাসিক চাঁদা ১০০ টাকার স্থলে ২০০ টাকা হারে নির্ধারন করা হয়েছে এবং কমভাগ্যবান শীর্তাত শিশুদের শীত কাপড় ও বড়দের কম্বল বিতরনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ন্যাশনাল কনভেনশন সফলভাবে সম্পূর্ন করার জন্য ন্যাশনাল কনভেনশন কমিটির চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
Leave a Reply