নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে ইফতার মাহফিল, মাসব্যপি কোরআন শরিফ বিতরন সমাপনী, ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল ২১ মার্চ (শুক্রবার) পটিয়া আমিরুল আউলিয়া মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপেক্সিয়ান মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ও এপে: আলমগীর আলম এর পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান নাসিম আহমেদ, বিশেষ অতিথি ছিলেন আইপিএনএসডি মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী আরমান, গেস্ট অব অনার ছিলেন পিএনএসডি এস কে দত্ত অনুপ, জেলা গর্ভণর ৩ এপে: সৈয়দ মিয়া হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও পটিয়া প্রেস ক্লাব সভাপতি আবদুল হাকিম রানা, পিডিজি মোহাম্মদ কামাল পাশা,ডিস্ট্রিক্ট সেক্রেটারি এপে: মোঃ আরিফ খান, জেলা ৩ এর এডিটর আবু সাঈদ তালুকদার খোকন জেলা -৩ এর ট্রেজারার ও বান্দরবান ক্লাবের অতীত সভাপতি এপে: মোজাম্মেল হক,সাংবাদিকসেলিম চৌধুরী,রবিউল আলম ছোটন, ফারুকুর রহমান,কামরুল হাসান, ডাঃ সুজিত দত্ত, এপে: জসিম উদ্দিন, মোরশেদ রেজা, আবদুল্লাহ ফারুক রবি, শফিকুল আলম বশর,আবদুর রহিম খন্দকার, এস এম আবু হেনা, মোজাফফর।
এতে বক্তারা বলেন এপেক্স বাংলাদেশ এ রমজানে সারা দেশব্যপি সেবা কাজ চালিয়ে যাচ্ছে। পটিয়া ক্লাবের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করে বক্তারা আরও বলেন মানুষ মানুষের জন্য তাই সমাজ পরিবর্তন করতে মানবিক মানুষ তৈরি করতে হবে এপেক্স বাংলাদেশ এগিয়ে যাবে মানুষের কল্যানে।
পরে মসজিদ মাদ্রাসায় কোরআন শরিফ বিতরন সমাপনি এবং অসহায় মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করাহয়।এবং এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৫ সালের কমিটির শপথ অনুষ্ঠিত হয়।
Leave a Reply