আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের প্রথম প্রহরে সোমবার (১৬ ডিসেম্বর) পটিয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাংঙ্গনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রসিডেন্ট এপে: মোঃ লিয়াকত আলী, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু সাঈদ তালুকদার খোকন, সেক্রেটারি এন্ড ডিএনই এপে: মোঃ মোরশেদুর রেজা সবুজ, সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ জসিম উদ্দিন, আবদুর রহিম খন্দকার, এস এম আবু হেনা, রেখা দাশ,পারভীন আকতার,তসলিমা আকতার, শাহ আলম প্রমুখ।
শ্রদ্ধা জ্ঞাপন কালে বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির অহংকার। নতুন প্রজন্মকে বিজয় দিবসের অর্জন ধরে রাখতে একযোগে কাজ করার আহবান জানান।
Leave a Reply