অনলাইন ডেস্ক:
৮ মার্চ (শনিবার)আন্তর্জাতিক সেবামূলক সংগঠন- এপেক্স ক্লাব অব চকরিয়ার উদ্যোগে এতিমের সম্মানে চকরিয়া উপজেলা শহরে চৌধুরী কনভেনশন হলে ইফতার মাহফিল ও মাস ব্যাপি ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এপেক্স ক্লাব অব চকরিয়ার অতীত প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো: সাইদুল হক চৌধুরীর সঞ্চালনায় ও এপেক্স ক্লাব অব চকরিয়ার প্রেসিডেন্ট অধ্যাপক হামিদুল ইসলাম মুর্শেদ এর সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত সেবা পরিচালক ও জেলা -৩ এর প্রধান উপদেষ্টা এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান, বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা গভর্নর -৩ এপেক্সিয়ান সৈয়দ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩ এর সাবেক গভর্নর এপেক্সিয়ান মোঃ কামাল পাশা।
আরো উপস্থিত ছিলেন চকরিয়া ক্লাবের আইপিপি সাইফুল ইসলাম, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক জিএম এনামুল হক,বান্দরবান ক্লাবের আইপিপি মোজাম্মেল হক, জয়িতা পদপ্রাপ্ত-২০২২ ফাতেমা বেগম রানী, জয়িতা পদপ্রাপ্ত ২০২৩- ফরিদা ইয়াসমিন, চকরিয়া ক্লাবের পিপি মোহাব্বত চৌধুরী,এপেক্স ক্লাব অব লামার ফাউন্ডার প্রেসিডেন্ট তৈয়ব আলী,টিটিএন চকরিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ,প্রকৌশলী সাফায়েত হোসাইন, অলি উল্লাহ রনি, এপেক্স ক্লাব অব চকরিয়ার সেক্রেটারী সালাহউদ্দিন শিশির, আলা উদ্দিন আলো প্রমুখ।
Leave a Reply