আজ ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এপিআর এডাল্টস ইন স্কাউটিং ওয়ার্কশপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ঈদগাঁও উপজেলার আহসান


শেফাইল উদ্দিন

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার কৃতিসন্তান আহসান উল্লাহ এবারের এশিয়া-প্যাসিফিক রিজিওন (এপিআর) এডাল্টস ইন স্কাউটিং ওয়ার্কশপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। সে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, আহসান উল্লাহ ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে কক্সবাজার সরকারি কলেজ থেকে বোর্ড বৃত্তিসহ ইন্টারমিডিয়েট পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর থেকে তিনি সেখানে সম্মান শেষ বর্ষে অধ্যয়ন করছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী।

আহসানের স্কাউটিংয়ের যাত্রা শুরু হয় আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা স্কাউট গ্রুপ থেকে। ২০১৬ সালে তিনি ঈদগাঁও উপজেলার প্রথম শিক্ষার্থী হিসেবে “প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেন। পরবর্তীতে কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য হিসেবে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে অবদান রেখে একাধিক গুরুত্বপূর্ণ সেবামূলক কাজে অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপে সক্রিয় রয়েছেন এবং বর্তমানে সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের বন্যা মোকাবিলা, বঙ্গবাজার ট্রাজেডি, করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রামসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কার্যক্রমে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।

এক থেকে চার নভেম্বর জাপানের ফুকুওকায় এশিয়া-প্যাসিফিক রিজিওন (এপিআর) আয়োজিত এডাল্টস ইন স্কাউটিং ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউট থেকে নির্বাচিত তিনজন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। আহসান উল্লাহ এই ওয়ার্কশপে ইয়াং এডাল্টস লিডার হিসেবে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন। এ বিষয়ে আহসান বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের মান সমুন্নত করতে আজীবন চেষ্টা চালিয়ে যাবো। দেশ এবং দেশের মানুষকে ভালোবাসা এবং সেই ভালোবাসার প্রেরণায়, দেশের সেবা এবং মর্যাদা রক্ষায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর