আজ ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এনইউবিটিকের উপ উপাচার্য হিসেবে প্রফেসর ড. আনোয়ারুল হকের যোগদান


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনায় উপ উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। শনিবার ৪ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাস্ট্রপতি মো: শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। তার মেয়াদ কাল যোগদান থেকে ৪ বছর পর্যন্ত।

আনোয়ারুল হক জোয়ারদার একাডেমিক ও প্রশাসনিক পরিমন্ডলে আনোয়ারুল এইচ জোয়ারদার নামে পরিচিত। তার জন্ম স্থান খুলনার ডুমুরিয়া উপজেলায়।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পর ইউনিভার্সিটি অব অন্টারিও থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন ১৯৮৮ ও ১৯৯২ সালে। ডিগ্রি শেষে একই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন। অধ্যাপক আনোয়ারুল হক জোয়ারদার কানাডা,অস্ট্রেলিয়া, সৌদিআরব,ওমান,ব্রুনাই,বাংলাদেশ ও মরক্কোর ১৪ টি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন। পুর্বে তিনি নর্দান ইউনিভার্সিটি এ্যান্ড টেকনোলজি খুলনায় প্রায় ৩ বছর ৫ মাস ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর