প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২২, ১০:০৫ অপরাহ্ণ
এতিমখানার ছাত্রদের সাথে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপুর ফল উৎসব

চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হেফজখানা ও এতিমখানার শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসবের আয়োজনে করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক ও দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক এম. ফয়েজ আহমদ টিপু। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে এ ফল উৎসব করা হয়। শিশু শিক্ষার্থীরা তৃপ্তিসহকারে দেশীয় ফল আম, জাম, কাঁঠাল ও খেজুরের স্বাদ গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসাটির পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর রব্বানী, হেফজ বিভাগের শিক্ষক হাফেজ নুর হোসেন, হযরত মোহাম্মদ আলী ফকির (রহঃ) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শওকত আলী, দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মশিউর রহমান রাশেদ, সাধারণ সম্পাদক রাশেদ খান, ঠিকাদার এহছান বেগ প্রমূখ।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.