মোঃ শোয়াইব,হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে জমির উপরিভাগ মাটি ভর্তি একটি মিনি ট্রাক আটক করে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার মীরেরহাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আটককৃত ট্রাকের মালিক মোহাম্মদ শাহ আলমকে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি ভবিষ্যৎকাল এধরনের কর্মকান্ডের পুনরাবৃত্তি ঘটলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে মর্মে সতর্ক করা হয়।
এবিষয়ে শাহিদুল আলম বলেন, পৌরসভার মীরেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে জমির টপ সয়েল ভরাটকৃত একটি মিনি ট্রাক আটক করা হয়। জমির উর্বরতা বিনষ্ট ও পরিবেশের ক্ষতি করে এই মাটি কাটা ও পরিবহনের দায়ে গাড়ির মালিক শাহ আলমকে জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে এধরনের কর্মকান্ডের পুনরাবৃত্তি ঘটলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে মর্মে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply