উত্তর ঢেমশা রক্ষাকালী বাড়ী মন্দিরে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠান সাতকানিয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সরকারি হাফেজ মোঃ নাজিম উদ্দিন, সম্বর্ধিত অতিথি দীপক কুমার পালিত,প্রধান বক্তা শ্রীযুক্ত রাজিব দাশ,বিশেষ অতিথি অধ্যাপক শিপুল কুমার দে, এল ডিপি সেলিম উদ্দিন।
উৎসব কমিটির সম্পাদক সৈকত পালিত রাসেল, সভাপতি বিজয় আইচ,মন্দির কমিটির সভাপতি রতন দাশ,সাধারণ সম্পাদক রানা চৌধুরী, নরেন সাহা, মন্দির কমিটির উপদেষ্টা মিলন চৌধুরী, রঞ্জিত চৌধুরী। ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।