শ.ম.গফুর, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। ২০ ডিসেম্বর দুপুর পৌণে ২টার দিকে প্রতিনিধি দল পরিদর্শনে আসেন। প্রতিনিধি দলে ছিলেন ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন, অতিরিক্ত সচিব, (পরিকল্পনা), স্বাস্থ্য সেবা বিভাগ,স্নেহশীষ দাশ, সিনিয়র সহকারী সচিব, মোহাম্মদ মিনহাজুর রহমান- সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ। তারা এক্স-রে বিভাগ, ওয়ার্ড, হাসপাতাল জরুরী বিভাগ, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন, আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. সাজেদুল ইমরান শাওন সহ হাসপাতালের বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply