আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ার দুই যুবক ইয়াবাসহ ফেনীতে গ্রেফতার


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার দুই যুবক ইয়াবাসহ ফেনীতে গ্রেফতার হয়েছে। ৬ শত পিস ইয়াবাসহ মোক্তার মিয়া (৩৪) নুর মোহাম্মদ (৩৮) নামের গ্রেফতার মাদক কারবারিরা উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করেন।আটককৃত মোক্তার মিয়া উপজেলার হলদিয়া পালংয়ের বাঁচা মিয়ার ছেলে এবং নুর মোহাম্মদ, একই উপজেলার মরিচ্যা মধুঘোনা গ্রামের চাঁন মিয়ার ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন, সোমবার গভীর রাতে কক্সবাজার থেকে ২ মাদক কারবারি ইয়াবা নিয়ে যাত্রীবাহী বাসে করে ঢাকার দিকে রওনা হয়েছে।এমন তথ্যের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো আবু তাহের, সহকারী উপ পরিদর্শক আবুল বাশার,অজয় কুমার সাহা সঙ্গীয় টিম নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল কাবাব হাউজের সামনে অবস্থান নেয়। সকাল সাড়ে ৭ টায় দু’জন ব্যক্তি একটি যাত্রীবাহী বাস থেকে নামলে সন্দেহভাজন হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে পৃথক প্যাকেটে রক্ষিত ৬শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মো আবু তাহের বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।গ্রেফতারকৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর