আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ার কুতুপালং বাজার প্রায় ৪ কোটিতে সর্বোচ্চ দরতাদা শাহ কামাল চৌধুরী!


শ.ম.গফুর >>> কক্সবাজারের উখিয়া উপজেলার সরকারি হাটবাজারগুলোকে ১৪৩২ বঙ্গাব্দের জন্য ইজারা দেওয়ার লক্ষ্যে প্রকাশ্যে নিলাম ডাক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ ৩ কোটি ৫৬ হাজার ৩৭৩ টাকা দর উঠেছে বিশ্বের বৃহৎত্তর শরণার্থী আশ্রয় শিবির লাগোয়া কুতুপালং বাজারের।ভ্যাট এবং ট্যাক্স সহ এই দর স্পর্শ করতে পারে প্রায় ৪ কোটি টাকায়।এবার ২ কোটি ১৪ লক্ষ ৪৭ হাজার ৫১০ টাকা নির্ধারণ করা হয়েছিলো এই বাজারের সরকারি মূল্য।রাজাপালং ইউনিয়নে অবস্থিত বাজারটির সর্বোচ্চ দরদাতা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান একেএম শাহকামাল চৌধুরী, যিনি উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী’র পিতা।এছাড়াও তিনি ১ কোটি ৪৪ লক্ষ ৯০ হাজার টাকা দর দিয়ে উপজেলা সদরস্থ দারোগা বাজারেরও সর্বোচ্চ দরদাতা মনোনীত হয়েছেন।অন্যদিকে উপজেলার প্রবেশদ্বার খ্যাত হলদিয়াপালংয়ের মরিচ্যা বাজারের সর্বোচ্চ দর উঠেছে ২ কোটি ৫১ লক্ষ ৪৭ হাজার টাকায়। দরদাতা স্থানীয় ব্যবসায়ী আব্দুল গফুর চৌধুরী।পালংখালীর ইউপিস্থ বালুখালী বাজার নিতে সর্বোচ্চ ২ কোটি ২১ লক্ষ টাকা দর দিয়েছেন ফোরকান চৌধুরী। এছাড়াও রত্মাপালং ইউপি’র কোটবাজারের সর্বোচ্চ দরদাতা মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী।তাহার উত্থাপিত দর হলো ১ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা।এছাড়াও একই সময়ে অনুষ্ঠিত হয়েছে ভালুকিয়া, রুমখাপালং, পালংখালী ও সোনারপাড়ার নিলাম।পালংখালীতে ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রোমান, রুমখায় আবু শাহাদাত নামের ব্যক্তিরা দরে এগিয়ে আছেন।উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের ইজারা মূল্য পরিশোধ করতে হবে। ইজারার শর্তাবলীগুলো মানা হচ্ছে কি না- তা যথাযথভাবে মনিটরিং করা হবে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর