শ.ম.গফুর: উখিয়ায় সরকারী বনভুমিতে গড়ে তোলা ৫টি অবৈধ স্থাপনা (দোকানঘর) গুড়িয়ে দিয়েছে বনকর্মীরা।৮ এপ্রিল(মঙ্গলবার)দিনের বেলা ১২ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লম্বাশিয়া ক্যাম্প লাগোয়া জায়গায় এই অভিযান পরিচালনা করা হয়।
এতে উক্ত এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে ভুমিদস্যু নুরুল আলম সরকারী সংরক্ষিত বনভুমির জায়গা জবর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেন।খবর পেয়ে উখিয়া রেঞ্জের সহকারী বনসংরক্ষক(এসিএফ) শাহিনুর ইসলাম শাহীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫টি সেমিপাকা ইটের গাঁথুনী কক্ষ গুড়িয়ে দেন।এ সময় লম্বাশিয়া ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য, সদর বিট কর্মকর্তা আবদুল মান্নান,দোছড়ি বিট কর্মকর্তা এমদাদ হাসান রনি,ওয়ালা বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ সহ সংশ্লিষ্ট বনকর্মীরা সাথে ছিলেন।
সরকারী বনভুমির জায়গা উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসিএফ শাহিনুর ইসলাম শাহীন।
Leave a Reply