শ.ম.গফুর:(উখিয়া)কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি(এপিবিএন হেডকোয়ার্টার্স) মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কোর্টবাজারস্থ ১৪ এপিবিএন সদর দপ্তর পরিদর্শন করেন অতিরিক্ত আইজিপি,পরে সৌজন্য সাক্ষাৎ শেষে কালামছড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের সিআইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন। এ সময় ওয়াচ টাওয়ার হতে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক দৃশ্য অবলোকন করেন।পরে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি, সাব মাঝি, ইমাম ও অন্যন্য গণ্যমান্য রোহিঙ্গা পুরুষদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।মতবিনিময়কালে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে উপস্থিত মাঝি ও সাধারণ রোহিঙ্গা নেতাদের থেকে খোঁজখবর নেওয়া হয়।
পরিদর্শনকালে ডিআইজি(এফডিএমএন) প্রলয় চিসিম, ১৪ এপিবিএন অধিনায়ক( অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন,১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউসার সিকদার, ৮ এপিবিএন’র সহ-অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি ও ১৪ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(বিকিউএম) ইহসানুল ফিরদাউস সহ ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন।