আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

উখিয়ায় ১৪ এপিবিএন কর্তৃক অভিযান পরিচালনা করে ১২শত পিস ইয়াবা ট্যাবলেট’সহ ২ দুই রোহিঙ্গা’কে গ্রেফতার করেছে। ১ ডিসেম্বর সকাল ১০টার দিকে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আকবর হোসেন’র তত্ত্বাবধানে, এএসআই মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স’সহ অভিযান পরিচালনা করে উখিয়ার ব্লকসি/৩,ক্যাম্প-২এর ওয়েস্ট এলাকা হতে দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

ধৃতরা হলো, এজাহার হোসেন (৫৫), পিতা-মৃত সিকান্দার, মাতা-মৃত হলজান, ব্লক সি/৩,ক্যাম্প—২/ওয়েস্ট,এফসিএন—১৪০২৮৪, এর লুঙ্গির ডান পাশে গুচ্ছিত ৪ টি নীল রংয়ের জীপারযুক্ত বায়ুরোধক পলিথিনে ৮০০ পিস ইয়াবা এবং অপর রোহিঙ্গা নুরুল আমিন(১৮) পিতা-এজহার হোসেন,মাতা- সাহারা খাতুন,ব্লক সি/৩,ক্যাম্প—২/ওয়েস্ট,এফসিএন—১৪০২৮৪’র লুঙ্গির সামনের বাম পাশে গুচ্ছিত ২ টি নীল রংয়ের জীপারযুক্ত বায়ুরোধক পলিথিনের ৪০০পিস ইয়াবা ট্যাবলেট’সহ আটক করা হয়। আসামীদ্বয়কে জব্দকৃত আলামত’সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ সক্রান্তে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর