উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এ অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা বস্তিঘরে ডুকে গুলি করে হত্যা করেছে একই পরিবারের বাপ-ছেলে এবং মেয়েকে।
২১ অক্টোবর (সোমবার) ভোর অনুমান পৌণে ৫ টার দিকে উখিয়ার কুতুপালং ১৭ নম্বর ক্যাম্পে এ ঘটিয়েছে ১৫/২০ জনের অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীর দল।নিহতরা হলেন,আহমদ হোসেন (৬০) ও তার পুত্র সৈয়দুল আমিন(২৮)। এ সময় গুলিবিদ্ধ আহমদ হোসেন'র কিশোরী কন্যা আসমা(১৩)কে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তারা ক্যাম্প-১৭'র আশ্রিত রোহিঙ্গা। ঘটনাস্থলে বাপ-ছেলে মারা গেলেও গুলিবিদ্ধ আসমা'কে ক্যাম্প-১৫'র ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়াতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়ার পথিমধ্যে সেও মারা যান।কি কারণে এহেন হত্যার ঘটনা ঘটেছে তাৎক্ষনিক জানাতে পারেননি পুলিশ।
মৃতদেহ গুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করত: ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফ হোসেন চৌধুরী।
শ.ম.গফুর (উখিয়া) কক্সবাজার