আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় যৌথবাহিনী’র অভিযান: মিলিটারী গ্রেডের হ্যান্ড গ্রেনেড উদ্ধার


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে যৌথবাহিনী।গত শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বালুখালীর মরাগাছ তলা নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে,৪টি আরজে হ্যান্ড গ্রেনেডও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড। এঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩৯২, তাং-০৮-১১-২০২৪) লিপিবদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফ হোসাইন। উদ্ধার হওয়া গ্রেনেডগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া তিনি উল্লেখ করেন, গ্রেনেডগুলো কিভাবে সেখানে এলো এবং কারা এর পেছনে জড়িত? সে রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর