শ.ম.গফুর:
কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উখিয়ার সদর বাজার ও কোটবাজারে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।
এসময় ৩টি দোকানের মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ওজন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ধারা ১৫(১) ৩৭,৪১ অনুযায়ী ভোক্তাধিকার আইনে উখিয়ার নূর হোটেলকে ১০ হাজার, কোটবাজার জনপ্রিয় বেকারিকে ২০ হাজার ও আর রহমান বেকারিকে ২৫ হাজার সহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান,” সোমবার উখিয়া ও কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করে ৩টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply