শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:
ঔষুধ নীতি ভঙ্গ ও অনিয়ম রোধকল্পে কক্সবাজার ঔষুধ প্রশাসন ও উখিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উখিয়ার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ১ডিসেম্বর উখিয়ার লম্বাশিয়ারোড, কুতুপালং বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ২ফার্মেসীকে ঔষধ ও কসমেটিকস্ আইন ২০২৩'র ৪০(খ),৪০(গ)৪০(ঘ) ধারা ভঙ্গের দায়ে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফার্মেসীসমূহে নকল-ভেজাল ও অখ্যাত কোম্পানির আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান এবং লাইসেন্সে বর্ণিত শর্ত মেনে ফার্মেসী পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে কক্সবাজারের ঔষধ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও উখিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি যারীন তাসনিম তাযিন নেতৃত্ব দেন।এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সাথে ছিলেন।