শ.ম.গফুর >>> কক্সবাজারের উখিয়ায় ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ঘটেছে।১০ ফেব্রুয়ারী রাত একটার দিকে উপজেলার রাজাপালং ইউপি’র ৩নং ওয়ার্ডের আমিনপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।নিহত সামছুন নাহার (৪০) বান্দরবানের থানচি উপজেলার টিএন্ডটি রহমান আলী পাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেনের স্ত্রী। ওই মহিলার পেটে ছুরিকাঘাত করে এক ব্যক্তি পালিয়ে যায়।আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় সামসুন্নাহারের মৃত্যু হয়।কি কারণে,কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে,তা নিয়ে পুলিশ কাজ করছে।এখনো বিস্তারিত ক্লু উদঘাটন করা যায় নি।
Leave a Reply