শ.ম.গফুর:
অন্তর্বতীমুলক টেকসই ভবিষ্যত নির্মাণ,বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ প্রতিপাদ্যে উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
এটি ৩৩ তম আন্তর্জাতিক ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস।জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টায় উখিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্থানীয় প্রতিবন্ধী শিশু-কিশোরদের খেলার আয়োজন করা হয়। এর আগে উখিয়া উপজেলা চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে উখিয়ার প্রধান সড়ক ও স্টেশন প্রদক্ষিণ করেন।
র্যালিতে উপজেলা প্রশাসন, সমাজসেবা অফিস, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উখিয়া কেন্দ্রীয় ফেমাস সংসদ, সূর্যোদয় সংঘ, টাইপালং আদর্শ সমিতিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন। র্যালি, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় স্থানীয় কয়েকটি এনজিও সংস্থা সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জামায়াতের আমির মাওলানা আবুল ফজল ও নায়েবে আমির মাওলানা নুরুল হক।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোস্তফা রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, ফেমাস কেন্দ্রীয় সভাপতি নুরুল কবির মাহমুদ, সাধারণ সম্পাদক নুরুল আলম, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুসান প্রমুখ।র্যালি উত্তর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন, স্থানীয় সমাজকর্মী হোসনে মোবারক মিনার।
Leave a Reply