শ.ম.গফুর:
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ পাইন্যাশিয়া এলাকায় নিজ ঘরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১৩ ডিসেম্বর
(শুক্রবার) রাত অনুমান ২ টা থেকে ৫ টার মধ্যে
এ ঘটনা ঘটেছে।আত্মহত্যা করা যুবক আব্দুল আজিম(২৪) বসতঘরের আড়াঁর সাথে ওড়ঁনা দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ পাইন্যাশিয়া এলাকার রফিক আলম ও সাজেদা বেগম দম্পতির ছেলে। প্রাথমিক ভাবে জানা যায়, প্রেমঘটিত বিষয়ের জেরে এহেন ঘটনা ঘটিয়েছেন আবদুল আজিম।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশের এসআই অমর বিশ্বাসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গেলে লাশ দেয়নি মৃত আবদুল আজিমের স্বজনেরা।ফলে আইনগত কোন অভিযোগ-আপত্তি নেই বলে জানান স্বজনরা। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আরিফ হোসাইন।