আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় পালংখালী ইউপি’তে সীমান্তের মাদক-চোরাচালান, মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা


শ.ম.গফুর >>> “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে সীমান্তের মাদক, চোরাচালান, মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের হল রুমে “বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা’র উদ্যোগে ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)’র সহযোগিতায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সীমান্তের মাদক, মানবপাচার, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় নাগরিক ও তরুণ সমাজকে সচেতন হতে হবে,তাদের এগিয়ে আসতে হবে। তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। দেশপ্রেম থাকতে হবে। কারণ যারা সমাজ ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা নাগরিকের নৈতিক দায়িত্ব।তিনি বলেন, সীমান্তের মাদক, চোরাচালান, মানবপাচার ও বাল্যবিবাহ হলো সমাজ ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড। তাই সমাজের প্রতিটি অভিভাবকদের’কে তাদের ছেলে-মেয়েদের বিষয়ে যত্নবান হওয়া দরকার। অন্যথায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা বিপথগামী হতে পারে। পাশাপাশি ছেলে-মেয়েরা কোথায় যায়, কার সাথে মিশে, তার খুঁজ খবর রাখাও পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য। মাদক, চোরাচালান, মানবপাচার ও বাল্যবিবাহ কে “না,বলার আহ্বান জানান তিনি।পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মো. নাজমুল হাসান, বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা”র সহকারী পরিচালক যীশু বড়ুয়া, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)’র প্রতিনিধি, সাইদুর জামান, তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদ আহমদ, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সবুজ সেন, বিজিবি প্রতিনিধি কে.এম রবিউল ইসলাম, ইউপি সদস্য মুহিদুল আলম, ফয়েজুল ইসলাম, যুব প্রতিনিধি মো. আবদুল্লাহ আল নোমান প্রমুখ।বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা”র প্রজেক্ট অফিসার শুভ্র অধিকারী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর