আজ ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় গলায় ছুরি চালিয়ে আত্মহননের চেষ্টা যুবকের!


নিজস্ব প্রতিবেদক>>>কক্সবাজারের উখিয়ায় গলায় ছু’রি চালিয়ে আত্মহননের চেষ্টা করেছেন এক যুবক।রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পালংখালী বাজারে প্রকাশ্যে এই ঘটনা ঘটিয়েছেন পালংখালী ইউপির ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোহাম্মদ বাদশার পুত্র মোহাম্মদ ফয়সাল (২৩)।প্রত্যক্ষদর্শীরা জানান,বাজারের একটি চায়ের দোকান থেকে ছুরি নিয়ে হঠাৎ করে ফয়সাল আঘাত করে মাটিতে লুটিয়ে পড়েন।এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী গয়ালমারা এলাকায় একটি এনজিও হাসপাতালে নিয়ে যায়।স্থানীয় ইউপি সদস্য (৮নং ওয়ার্ড) ফয়েজুল ইসলাম জানিয়েছেন, কণ্ঠনালিতে আঘাতপ্রাপ্ত যুবকের অবস্থা আশংকাজনক এবং উন্নত চিকিৎসার জন্য এম্বুল্যান্স যোগে তাকে অন্য একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ধারণা করা হচ্ছে ফয়সাল মান-অভিমান থেকেই এমন কান্ড ঘটিয়েছেন, তবে এবিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া না গেলেও হাসপাতালে তার পাশে থাকা এক বন্ধুর বরাতে জানা গেছে, মৃদুস্বরে সে বলছিলো ফয়সাল বেঈমান না।এ ঘটনার প্রাথমিক সুরতহাল শেষে উখিয়ার থানার আওতাধীন বালুখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, কেন এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলমান এবং বর্তমানে ঐ যুবকের চিকিৎসা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর