আজ ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা’র ছুরিকাঘাতে আরেক রোহিঙ্গা’র মৃত্যু!


শ.ম.গফুর >>> কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি’কে ছুরিকাঘাতে হত্যা করেছে আরসা কমান্ডার সন্ত্রাসী আরিফ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।শুক্রবার ১৪ ফেব্রুয়ারী দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-২ ব্লকে এ ঘটনা ঘটেছে।নিহত মোহাম্মদ আলী(৪০) ওই ব্লকের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে। তাকে একই ব্লকের মৃত আবু বক্করের ছেলে আরসা কমান্ডার মোহাম্মদ আরিফ উল্লাহ পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির জের ধরে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।এতে আশেপাশে লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান।ওই সময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা শেষে অবস্থার অবনতি দেখে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন মোহাম্মদ আলী’কে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত রোহিঙ্গা রক্তক্ষরণে মৃত্যু বরণ করেন।খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌঁছেন। উখিয়া থানার এসআই সাইফুদ্দিন মৃত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রতিক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর