আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় ক্যাম্পে আকস্মিক রোহিঙ্গা সমাবেশ:নিজদেশে ফিরতে জানালেন আকুতি


শ.ম.গফুর:

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে কয়েক সহস্রাধিক রোহিঙ্গা আলেম-ওলামায়েকেরামদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফেরার আকুতি জানিয়েছেন।তাই সকল রোহিঙ্গাদের ফিরতে ঐক্যবদ্ধ ও যথাযথ উদ্যোগ গ্রহণ করতে বলা আহবান জানানো হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের ই/৬ ব্লক সংলগ্ন মাঠে রোহিঙ্গাদের এই সমাবেশ শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে।

বিশাল সমাবেশে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা, বাড়ি-ঘর, সহায় সম্পত্তি, নিজস্ব পরিচয় সব কিছু ছিল। মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে দমন-পীড়ন ও নির্যাতন চালিয়েছে। রোহিঙ্গাদের সবকিছু জ্বালিয়ে দিয়ে ২০১৭ সালে রাখাইন থেকে এক কাপড়ে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা আশ্রয় হিসেবে বাংলাদেশে ক্যাম্পের ঝুপড়ি ঘরে বসবাস করে আসছি। যুগ-যুগ ধরে নিজ দেশ ও মাতৃভূমি ফেলে তো আরেকটি দেশে জীবন কাটানো যায় না।তাই মিয়ানমারে ফিরে যেতে চাই। ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ করতে ধাপে ধাপে সমাবেশ করে আসছি করছি, কীভাবে মিয়ানমারের রাখাইনে নিজ দেশে ফিরতে পারি।

সমাবেশে আরেক রোহিঙ্গা নেতা মৌলভী রহমত করিম বলেন, আমরা রোহিঙ্গা জাতি প্রয়োজন হলে নিজ দেশ মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতেও প্রস্তুত। প্রয়োজনের তাগিদে রক্ত দেবো। রোহিঙ্গা ক্যাম্পে নয় বরং আরাকানে গিয়ে রক্ত দিয়ে আরাকান স্বাধীন করতে হলে, করবো।

রোহিঙ্গা কমিউনিটি নেতা হারুন বলেন,আমাদের আজকের সমাবেশ মিয়ানমারে নিজ দেশে ফেরার দাবী নিয়ে।আমাদেরকে মর্যাদাপুর্ণ নাগরিকত্ব দিলে ফিরে যেতে আগ্রহী। আমরা ফিরতে চাই।বাংলাদেশ সহ বহি:বিশ্ব এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে।

উখিয়ায় দায়িত্বরত -১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা মুফতি,আলেমওলামায়েকেরামগণ ক্যাম্পে একটি সমাবেশের আয়োজন করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সমাবেশটি দুপুরে দিকে সমাপ্ত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর