শ.ম.গফুর >>> কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় স্থানীয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৭ ফেব্রুয়ারি)দিবাগত রাত ৯ টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানী মো.শফিরবিল এলাকার একটি বসতবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।নিহতের নাম মোহাম্মদ জুনায়েদ (২২)। তিনি জালিয়াপালং ইউপি’র ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ আলমের ছেলে।জানা গেছে, ঘরের কক্ষে গোপনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ জানায়, ব্যক্তিগত কারণে জুনাইদ আত্মহত্যা করে থাকতে পারে এমন ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।ওসি আরিফ হোছাইন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply