আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযান:অবৈধ ভাবে মাটি কর্তনে জড়িত গাড়ী জব্দ:আটক-১


শ.ম.গফুর >>> কক্সবাজারের উখিয়ায় সম্প্রতি সময়ে বৃদ্ধি পেয়েছে পাহাড় ও মাটি কাটা।বেড়েছে বন ও পরিবেশ ধ্বংসে জড়িত দুর্বৃত্তদের দৌরাত্ম্য।বিভিন্ন পয়েন্টে নির্বিচারে চলছে পাহাড় নিধনের মহোৎসব। পাশাপাশি অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করছে বাণিজ্যিক পন্থায়।এসব অপতৎপরতা বন্ধে মধ্যরাতেও অভিযান পরিচালনায় নেমেছে উপজেলা প্রশাসন।শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার উপকুলীয় ইউনিয়ন জালিয়াপালংয়ের মনখালী মেরিনড্রাইভ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।এ সময় অবৈধভাবে মাটি কাটায় জড়িত ময়মনসিংহ জেলার গৌরিপুরের বাসিন্দা রুস্তম আলী’র পুত্র মোহাম্মদ সজীব (২৫) কে আটক করা হয়। অভিযানে মাটি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক (ডাম্পার) ও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়।আটক সজীবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি কাটা রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কর্তৃক নিয়মিত মামলাসহ মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর