ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের উখিয়ার ঘাট কাস্টমস মৈত্রী চত্বরে হারিয়ে যাওয়া বাঙ্গালীর ইতিহাস-ঐতিহ্যের কৃষ্টি সংস্কৃতির ঘুড়ি উৎসবের আয়োজন করেছে এনজিও সংস্থা আইওএম।২৩ জানুয়ারী সকাল ১০ টায় মৈত্রী সড়কের প্রবেশ মুখের মাঠে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় এ ঘুড়ি উৎসব চলে।জোয়ান-বুড়া,শিশু-কিশোর নর-নারীর সম্মিলনে প্রায় শতাধিক ক্রীড়া প্রেমীর অংশ গ্রহণে ঘুড়ি উড়ানো হয় আবহমান বাংলার আকাশে।আইওএম'র প্রকল্প সহকারী (পিএ)আবদূর রহমানের অনুষ্ঠান সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ একরামুল কবির চৌধুরী বাবুল মিয়া,বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন,প্রাক্তন শিক্ষক ফজলুল হক,হামিদুল হক,উখিয়ার ঘাট গ্রাম উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক শ.ম.গফুর,বালুখালীর জুমের ছড়া নুরুল হক কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ নুরুল আবসার,ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার আবদুস সাত্তার প্রমুখ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদকর্মী নুর মোহাম্মদ শিকদার,এমএ রহমান সীমান্ত,উখিয়ার ঘাট কাস্টমস মাদ্রাসা ইসলামিয়া আশরাফুল উলুম'র পরিচালক মাওলানা নুরুল ইসলাম, সমাজ সেবক আবদূর রহমান শিকদার,বাদশা মিয়া,উকিল আহমদ্,দিদারুল আলম,আবদূর রহিম,হাজী ছালামত উল্লাহ, আইওম প্রকল্প সহকারী আব্দুর রহমান,রায়ান,জয়নাল,সিনিয়র কাউন্সিলর ফাহমিদা আক্তার প্রমুখ সহ আইওএম'র কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।আলোচনায় বক্তারা বলেছেন, বাঙ্গালীর ইতিহাস-ঐতিহ্যের সাথে মিশে থাকা কৃষ্ট সংস্কৃতির অংশ ঘড়ি উড়ানো উৎসব।যা অনেকটা বিলুপ্তির পথে।এটি নতুন করে আবহমান বাংলার আকাশে উড়িয়ে আইওএম যে ক্রীড়া চর্চা করে যাচ্ছে,তার জন্য ধন্যবাদ জানানো হয়।এটি নি:সন্দেহে মানসিক প্রশান্তি জোগায়।এই ধারা অব্যাহত রাখার আহবান জানানো হয়।