নিজস্ব প্রতিবেদক >>> দেশে চলছে অপারেশন 'ডেভিল হান্ট'।এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে একযোগে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান।অভিযানের অংশ হিসেবে রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ৩জন’কে গ্রেফতার করেছে পুলিশ।অভিযানে উপজেলার পালংখালী ইউনিয়ন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শাখার সাবেক সভাপতি আলি আহমেদের ছোট ভাই আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।অভিযানে গ্রেফতার হওয়া অন্য দু'জন হলো, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন ও রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম।বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।তিনি জানান,গ্রেফতারকৃত দের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রুখতে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।