আমজাদ হোসেন, আনোয়ারা:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঈদ কেনাকাটা দোকান-মার্কেটগুলো বাড়ছে ভিড়। রমজানের শুরুতেই ক্রেতা ভিড় বাড়ায় জমে উঠেছে বেচাকেনা। ঝক্কি ঝামেলা এড়াতে আগেভাগেই কেন কাটা সারতে বাজারমুখী হচ্ছেন ক্রেতারা। বিকেলে ইফতারের পরপরই কাপড় ও জুতার দোকানে উপস্থিতি বাড়ছে নারী-পুরুষের।
মঙ্গলবার (১১ মার্চ) আনোয়ারা সদরের মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, কাপড় ও জুতার দোকানগুলোতে কম বেশি ক্রেতার উপস্থিতি রয়েছে। মোটামুটি বিক্রিও হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।মোহাম্মদ রিপন নামের এক কাপড় বিক্রেতা জানান, জানান, ১৫ রমজানের পর থেকে বেচা বিক্রি বাড়ে। এবার কিছুটা ব্যক্তিক্রম। প্রত্যাশিত বিক্রি না হলেও রমজানের শুরু থেকেই মোটামুটি ক্রেতা আসছেন দোকানে।
এবার ভালোই বিক্রির আশা করছেন উপজেলার আনোয়ারা সিটি সেন্টার, দীপু মণি মার্কেট,ওয়ান মাবিয়া মার্কেট,নিউ হাজী ইমাম শপিং সেন্টার ব্যবসায়ীদের। নিত্যনতুন ডিজাইনের দেশি বিদেশি কালেকশনে সাজিয়েছেন দোকান। দামও নাগালের মধ্যে রাখা হচ্ছে বলে দাবি তাদের। মার্কেটে পরিবারের জন্য ও নিজের পছন্দের কাপড় কিনতে আসা গৃহবধু কুসুম আকতার বলেন, রমজানের শুরুতেই নগরের বিভিন্ন মার্কেটে গিয়েছিলাম। আনোয়ারায় কয়েকটি দোকান ঘুরে দেখেছি। দাম রিজনেবল আছে। পরিবারের বাচ্চাদের জন্য পছন্দের পোশাক আগেভাগেই কিনে ফেলতে চান তিনি। তাই মার্কেটে পছন্দের পোশাক খুঁজছেন বলে জানিয়েছেন এই গৃহবধূ।
আনোয়ারা সিটি সেন্টারের আল মদিনা ফ্যাশন দোকানের স্বত্বাধিকারী এস এম শাহজাহান জানান,আলহামদুলিল্লাহ দোকানে কাস্টমার আসছেন। আমাদের কাছে সব ধরনের দেশি বিদেশি পাঞ্জাবি সমাহার রয়েছে।দামও কিন্তু হাতের নাগালের ভিতর।যার যার বাজেটের মধ্যে পাঞ্জাবি ক্রয় করছেন ক্রেতারা।
তিনি আরও বলেন, ক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থায় হিসেবে মার্কেটে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড মোতায়েন থাকেন। এছাড়া সকল ব্যবসায়ীরা সতর্ক ও সজাগ রয়েছেন যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারপরও আইনশৃঙ্খলা বাহি-নীর সার্বিক সহযোগিতা প্রয়োজন। যানজট নিরসন ও অবাধ যাতায়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার জন্য দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনির হোসেন বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছেন। টহল জোরদারসহ অপরাধ দমনে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের সন্দেহজনক কোনো কিছুর আভাস পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসি।
Leave a Reply