আজ ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদের নতুন শাড়ি পুড়ল আগুনে, দগ্ধ গৃহবধূর মৃত্যু


নিউজ ডেস্ক: আনোয়ারায় রান্নাঘরে অগ্নিদগ্ধ হয়ে উর্মি আকতার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) রাত এগারোটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকায় মো. নঈম উদ্দিনের স্ত্রী। ২০২১ সালে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। সে চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রুদ্রুরা এলাকার মো. সেলিম উদ্দিনের কন্যা।

নিহতের মামা মোহাম্মদ ফরদাুন্নবী বলেন, সোমবার ঈদের দিন সকালে নতুন শাড়ি পড়ে উর্মি আকতার লাকড়ির চুলায় রান্না করছিল। এ সময় চুলা থেকে তার শাড়িতে আগুন লাগে।

একপর্যায়ে সে রান্না ঘর থেকে বের হয়ে ডাক চিৎকার শুরু করে। এ সময় তার স্বামী ও এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করেন। রাত ১১ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়।তিনি আরও বলেন, স্বামী ও তার ছোট্ট সংসারে নেই কোনো সন্তানও। আগুন নেভাতে গিয়ে তার স্বামী ও চাচাতো দেবরও অগ্নিদগ্ধ হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন হাসপাতাল থেকে। মঙ্গলবার দুপুর পর্যন্তও ময়নাতদন্ত শেষ করতে পারিনি আমরা। এখনও পুলিশের প্রতিবেদনের অপেক্ষায় লাশ মর্গে পড়ে আছে।

আনোয়ারা থানার ওসি তদন্ত মো. তৈয়্যবুর রহমান বলেন, অগ্নিদগ্ধ গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর