শেফাইল উদ্দিন
কক্সবাজারের ঈদগাঁওয়ে জায়গা বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে হাবিবুল হুদা প্রকাশ কালু(৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় নারী পুরুষ সহ আরো ৫-৬ জন আহত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাত দশটার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উক্ত এলাকার মৃত শামসুল হুদা চৌধুরীর ছেলে।
জানা যায়, জায়গা বিরোধকে কেন্দ্র করে শুক্রবার দুপুরের দিকে দু পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়।ওই সময় ঘটনাস্থলে পূর্ব থেকেই ঈদগাঁও থানা পুলিশ উপস্থিত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় প্রতিপক্ষের হামলায় ইসলামবাদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক । পরে সে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়।
একই দিন রাত পৌনে দশটার দিকে উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ হয় এ সময় গুলিবর্ষণ হয় বলে জানান। এতে নারী পুরুষ সহ পাঁচজন গুরুতর আহত হয়। এরমধ্যে গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১ টার দিকে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply