আজ ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “প্রাথমিক শিক্ষা পদক-২০২৫” ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রোজিনা আকতারের সভাপতিত্বে সহকারী শিক্ষক বেবী রানী দাসের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লেখক, সাংবাদিক, গবেষক আজাদ মনসুর, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন,, ঈদগাঁও আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাই স্কুলের প্রধান শিক্ষক আহমেদ সাজেদ সুলতান। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক জোবাইরা আকতার পারুল।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আমির হোসেন, ব্যবসায়ী খুরশেদ আলম, মেম্বার আমির হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ সুরেশের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীরা সৌজন্য মুলক কবিতা আবৃত্তি,গান, নৃত্য পরিবেশন করে । সভাপতির সমাপনী বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। শিক্ষকরা স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং আমন্ত্রিত অতিথিরা স্কুলকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষকদের সৎ ইচ্ছা ও আন্তরিকতা কামনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর