নিজস্ব প্রতিবেদক
ঈদগাঁও উপজেলার নবাগত ইউএনও বিমল চাকমা সপ্তাহ অতিবাহিত না হতেই এবার নিজ কার্যালয়ে বৈঠক করলেন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যানের সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে নবাগত ইউএনও'র অব্যাহত ভুমিকা নিয়ে তীব্র আলোচনা সমালোচনার ঝড় বইতে শুরু করে।
৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে ঈদগাঁও বাসস্টেশনের যানজট নিরসন সংক্রান্ত ইউএনও কার্যালয়ে মতবিনিময়ের আয়োজন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।এতে গাড়ি মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে ইউএনও বিমল চাকমার পাশে ওসি মশিউর রহমান ও টেবিলের সামনের সারিতে ছিলেন আওয়ামীলীগ নেতা ও বিগত সর্বশেষ দলীয় প্রতীকের চেয়ারম্যান নির্বাচনে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নুরুল হক। তার ছেলে বিগত ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে নেতৃত্বদানকারী হুমায়ুন বর্তমান ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তার পিতা মমতাজ আহমদ সওদাগর প্রকাশ জাপানি মমতাজ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা। এক কথায় বিগত আওয়ামী স্বৈরশাসনের সময় বিরোধী দলকে দমনে এ পরিবারটিই সবচেয়ে বেশি আওয়ামীগের জন্য অর্থায়ন করে। আওয়ামীলীগ নেতা নুরুল হক চেয়ারম্যান বর্তমান আবু তালেব -ইমরুল হাসান রাশেদের নেতৃত্বাধীন আওয়ামীলীগের ঈদগাঁও উপজেলা কমিটির ৩১ নং সদস্য।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি আওয়ামীলীগের সাথে বৈঠক করেননি,যানজট নিরসনে শ্রমিক- মালিক সংগঠেনর সভাপতি সেক্রেটারির সাথে বৈঠক করেছেন বলে দাবি করে দায় এড়ানোর চেষ্টা করেন।
ইউএনও বিমল চাকমা যোগদানের পর থেকেই একের পর এক তার ব্যবহার ও ভুমিকায় আলোচনা সমালোচনা মুখে পড়ছেন। তিনি সরকারি নির্দেশনা মেতাবেক বিগত ২৮ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত স্মরণ সভায় উপজেলা জামায়ত-শিবির,গণমাধ্যম কর্মী ও সুধীজনদের আমন্ত্রণ না জানালেও আন্দোলন বিরোধী আওয়ামীলীগ নেতা কথিত ডা: শামশুল হুদাসহ আওয়ামী দোসরদের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের প্রথম সারিতে স্থান দেয়।এ সংক্রান্ত ছবিসহ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হলে উপজেলা জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠে।সপ্তাহর ব্যবধানে আবারও এ ইউএনও টেবিলের সামনে আওয়ামীলীগ নেতাকে বসিয়ে আবারও মতবিনিময় করাতে জনমনে প্রশ্ন উঠেছে তিনিও কি পূর্বের ইউএনও সুবল চাকমার মত আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করছেন! অবিলম্বে তদন্ত পূর্বক নবাগত ইউএনও'র বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।