আজ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওয়ে ফিলিস্তিনি মুসলিমদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ


শেফাইল উদ্দিন

কক্সবাজারের ঈদগাঁওয়ের বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও সামাজিক সংগঠন ফিলিস্তিনি মুসলমান ও নারী-শিশুদের গণহত্যার প্রতিবাদে বিশ্ব সন্ত্রাসী ইহুদিবাদী ইসরাঈলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

সোমবার (৭ এপ্রিল )আসরের নামাজের পর ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে অলিগলি প্রদক্ষিণ করে মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনে বিক্ষোভ করে। এসময় বিক্ষোভ কারীদের হাতে ইসরাইলের বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও গণহত্যাকারী ইহুদিদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ জমায়েত ইসলামী, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির, বিএনপি ও অঙ্গসংগঠন , জাতীয় নাগরিক পার্টি,গন অধিকার পরিষদ ও অঙ্গ সঙ্গঠনের ঈদগাঁও উপজেলা শাখা সহ বিভিন্ন সামাজিক সংগঠন। বিক্ষোভ পরবর্তী বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে ইহুদীবাদী গণহত্যা বন্ধ ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর