ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় টমটমের (ইজিবাইক) যাত্রী নিহত হয়েছে। তার নাম শফি আলম (১৪)। উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মোঃ নুরু প্রকাশ লালুর পুত্র। পেশায় কাঠমিস্ত্রী।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানা সংলগ্ন ঢালারধোয়ার এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, একটি টমটম ও একটি স্ক্র্যাব মালবাহী ভ্যান একসাথে ঈদগাঁও বাসষ্টেশন অভিমূখে যাচ্ছিল। এসময় কক্সবাজার অভিমূখী একটি বাস টমটমের পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় টমটমটি দুমড়ে মুচড়ে যায়। এতে যাত্রী কিশোর শফি আলম ঘটনাস্থলেই মারা যায় এবং আরো দুই যাত্রী গুরুতর আহত হয়।
ওসি মেহেদি আরো বলেন, ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। তাই কোন কোম্পানির বাস সেটি সনাক্ত করা যায়নি। আহত দু'জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।