শেফাইল উদ্দিন
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঈদগাহ রশিদ আহমদ কলেজ মাঠে ক্ষুদ্র কুঠির শিল্প ও বস্ত্র মেলার নামে বেহায়াপনার খবরে ফুসে উঠেছে স্থানীয় সচেতন মহল। এই মেলা বন্ধের দাবীতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে তারা। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ঈদগাঁও কলেজ গেইট এলাকায় মানববন্ধন এবং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ঈদগাঁওয়ের বিশিষ্ট লেখক ও কলামিস্ট নুরুল হক নুর, ঈদগাঁও ৪নং ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন বাহার, জামায়াত নেতা মাওলানা মুক্তার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রিদুয়ানুল্লাহ, বিশিষ্ট আইনজীবী নুরুল ইসলাম মুন্না, বিশিষ্ট সমাজ সেবক সাদ্দাম হোসেন রিফাত প্রমুখ। তাছাড়াও শত শত ধর্মপ্রাণ লোকজন উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন ঈদগাঁও রশিদ আহমদ কলেজ মাঠে বিজয় মেলা, বাণিজ্য মেলা কিংবা ক্ষুদ্র কুঠির শিল্প ও বস্ত্র মেলার নামে বেহায়াপনা অনিরাপদ ও অরক্ষিত। যেখানে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। তাছাড়াও এই মেলাকে কেন্দ্র করে একটি চিহ্নিত জুয়াডিরা উৎপেতে আছে। এই মাঠে রাত হলে বখাটেদের আড্ডা জমে। যেহেতু মেলা হলে স্বাভাবিকভাবে নারী-পুরুষের সমাগম হবে, সেখানে ইভটিজিং, চুরি-ছিন্তায় ও শ্রীলতাহানীর মত ঘটনা সামাল দেয়া যাবে না। ফলে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে পারে বলেও দাবী করেন বক্তারা। ঈদগাঁওয়ের শান্তশিষ্ট পরিস্থিতি রক্ষায় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলার অনুমতি বাতিল করে কার্যক্রম বন্ধ করে দেয়ার অনুরোধ জানান তারা।
উল্লেখ্য- ক্ষুদ্র কুঠির শিল্প ও বস্ত্র মেলার বেহায়াপনার বিষয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই পক্ষের উত্তেজনা মুলক লেখালেখি শুরু হয়েছে। ফলে এই মেলা চললে যেকোনো মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
Leave a Reply