শেফাইল উদ্দিন
কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মাঠে শহীদ মিনার চত্বরে ঈদগাঁও উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)প্রতিনিধি তারেকুর রহমানের পরিচালনায় এডভোকেট এসকে ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস.এম. সুজা উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সংগঠক এডভোকেট মোঃ তারেক ইকবাল ও জেলা সাংবাদিক সংগঠক বাপ্পা, জেলা সংগঠক রাকিব। ঈদগাঁও উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোবারক সাঈদ ,শফিকুর রহমান, মাহাথির আনাস,বেলাল আহমদ ,ফায়েজ ও অভি ,শিবির প্রতিনিধি আবদুল্লাহ, ছাত্র দল প্রতিনিধি আনিছুর রহমান প্রমুখ। আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন লবণ শ্রমিকদের ন্যায্যমুল্য নিশ্চিত ও জনগণের অধিকার আদায়ে এনসিপি নি:স্বার্থ ভাবে কাজ করে যাবেন এবং একটি বৈষম্যহীন, সুন্দর সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply