আজ ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে কথিত মেলা বন্ধের দাবিতে ওলামা পরিষদ ও ইমাম সমিতির যৌথ সংবাদ সম্মেলন


শেফাইল উদ্দিন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ রশিদ আহমদ কলেজ সংলগ্ন খেলার মাঠে আগামী ২৫ জানুয়ারি শুরু হতে যাওয়া “ক্ষুদ্র ও কুঠির শিল্প এবং বস্ত্র মেলা’ বন্ধের দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ ও ইমাম সমিতি।

২৩ জানুয়ারি সন্ধ্যায় ঈদগাঁও বাজারস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঈদগাঁ বজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মওলানা জহিরুল ইসলাম, উপজেলা ওলামা পরিষদ নেতা মওলানা কামাল উদ্দীন, ইমাম সমিতির সভাপতি মওলানা এনামুল হক ইসলামাবাদী প্রমুখ।

তারা বক্তব্যে বলেন, ঈদগাঁও’র তৌহিদী জনতা কোন সময় ইসলাম বিরোধী কার্যকলাপ মেনে নেয়নি।অতীত ইতিহাস তাই বলে।সুতারাং উক্ত মেলার আড়ালে পাহাড় বেষ্ঠিত এলাকায় নারী পুরুষের অবাধ বিচরণ, ডিজিটাল জুয়া,মদ্যপয়ী ও অপরাধীদের আনাগোনা স্বাভাবিক ভাবেই হওয়ার আশংকা।যেহেতু মেলা এলাকার জনগণ এ মেলাকে কোন ভাবেই সমর্থন করছেনা তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে।সুতারাং এ মেলা হলে অপ্রীতিকর ঘটনার আশংকা বিরাজ করছে। তাই আলেম সমাজ এলাকার আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার স্বার্থে আয়োজক ও প্রশাসনকে উক্ত মেলা থেকে সরে আসার অনুরোধ করেন।

অন্যতায় দুর্গম পাহাড়ি এ মেলায় কোন অঘটন ঘটলে এর দায় তাদেরকেই নিতে হবে।এসময় বক্তারা ১৯৯৬ সালে আওয়ামী সরকারের সময়ের সার্কাস পোড়ার ভয়াবহ ট্রাজেডি থেকে শিক্ষা নিতে বলেন। ঈদগাঁওর তৌহিদী জনতা কোন ভাবেই অশ্লিল বেহায়াপনা,জুয়া ও নারী পুরুষের অবাধ বিচরণ মেনে নেবেনা। এতে উপজেলার শীর্ষ আলেম ও ইমামগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর