নিজস্ব প্রতিবেদক
বন্দর থানাধীন পোর্ট কলোনিতে সামাজিক সংগঠন ইয়াং বয়েজের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ১৩ জুন সোমবার দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু নাছের জুয়েল সকাল ১০ টায় ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।
সকাল ১১ টায় বৃক্ষ রোপন অভিযান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।
বিকাল ৫টায় শহীদ প্রকৌশলী শামসুজ্জান স্টিডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান বক্তা ছিলেন, বন্দর কর্মচারী পরিষদ সিবিএর সাধারন সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিক।
এসময় আরো উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা এস এম আতিকুর রহমান,আনিসুর রহমান শরিফ,হারুনুর রশিদ হিরু,ইসমাইল হোসেন শামীম,মোঃ রাজা শাহ্, মাসুদ শরিফ, আমিনুল ইসলাম সবুজ, রাকেশ কর,আবদুস সালাম,মোঃ সোহেল, আওলাদ হোসেন বাবু,সাইফুল ইসলাম হৃদয়, আল আমিন রায়হান, আহমেদ রকিব, এম এ মান্নান মিনহাজ, মোঃ সাব্বির, রোমান, ইমন, রাহাত, প্রিন্স, হৃদয়, রিসালাত প্রমুখ।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে রান্না করা খবার বিতরণ ও দোয়া মাহফিল, ফুটবল খেলা, বৃক্ষ রোপণ কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ।